মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

প্রকাশঃ ২০২১-০২-২৮ - ১৩:২৮

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ মিজান শেখ (৩৮) নামের এক চোরা শিকারিকে আটক করেছে পুলিশ। মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শাহজালাল এলাকায় শনিবার গভীর রাতে ইদ্রিসের বাড়ি থেকে মাংসসহ মিজানকে আটক করে থানা পুলিশ। আটক মিজান শাহজালাল এলাকার ইদ্রিস শেখের ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিজান শেখ হরিণের মাংস বিক্রির জন্য বাড়িতে অবস্থান করছিলেন। আমরা অভিযান চালিয়ে মিজানকে আটক করি। পরে তার ঘর তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। আটক মিজানের নামে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।