ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ পরিকল্পনা মন্ত্রনালয়ের কৃষি ও প্রাণি সম্পদ সেক্টর আইএমইডি পরিচালক আইনুর আক্তার পান্না বলেছেন, একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। ফলে স্বল্প কৃষি জমিতে অধিক জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। খাদ্যে স্বয়ং-সম্পূর্ন করতে সরকার মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছে।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলতলা অফিস আয়োজিত জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিকেবিএসপি প্রকল্প পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস, সহকারী প্রকল্প পরিচালক তৌহিদিন ভুঁইয়া। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুস সাকিব শাহিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নজির হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, আল মামুন হাওলাদার, শিখা রানী মন্ডল, চ্যামেলী মল্লিক প্রমুখ।