মোল্লাহাট : বাগেরহাটের মোল্লাহাটে পান বরজের উপর বিদ্যুতের তাড় ছিড়ে পড়ায় সৃস্ট অগ্নিকান্ডে আপন দুই ভাইয়ের মাঝে দুলাল বিশ্বাস (৬৫)’র মর্মান্তিক মৃত্যু ও জুড়ান বিশ্বাস (৬০) গুরুতর আহত হয়েছে। উপজেলার উত্তর আমবাড়ী সার্বজনিন দূর্গা মন্দিরের নিকট শনিবার সকাল ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আহত জুড়ান বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। হতাহতের নিকটাত্নীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়-স্থানীয় মৃত গণেশ বিশ্বাসের বাড়ি সংলগ্নে তার ছেলেদের নিজস্ব ৮/১০ কাঠার পান বরজ রয়েছে। উক্ত পান বরজ থেকে দুলাল বিশ্বাস পান ছিড়ছিলেন। এমতাবস্থায় ওই বরজের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে গোটা বরজে আগুন ধরে যায়। এসময় পান বরজের মধ্যে থাকা দুলাল বিশ্বাস আগুনে পুড়ে ঘটনা স্থলেই মারা যায়। একই ঘটনায় বড়ভাইকে উদ্ধার চেস্টা করায় আগুনে পুড়ে গুরুতর আহত হয় তার ছোট ভাই জুড়ান বিশ্বাস। মর্মান্তিক এ ঘটনায় গোটা এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। পল্লী বিদ্যুতের এজিএম মোঃ মাহফুজুর রহমান জানান, তিনি খোজ নিয়ে জানতে পেরেছেন যে, হতাহতের প্রতিবেশী জনৈক সুবাসের ছেলে সুজন একটি গাছ কাটে, যা বৈদ্যুতিক তারের ওপর পড়ে ছিড়ে গিয়ে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে হতাহতের এ খবরে তাৎক্ষণিক ঘটনা স্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনস। তিনি গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া ঘটনা স্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট আটজুড়ী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়াসহ মোল্লাহাট থানা পুলিশ।