কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এসময় দোকান, বাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে রিপন, লিয়াকত আলীর ছেলে জসিম, সামসের মন্ডলের ছেলে সাহাবুল ও সাহাবুলের ভাই গামা মন্ডল। স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে আতিয়ার রহমান ও সামসের মন্ডলের পরিবারের বিরোধ দীর্ঘ দিনের। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আতিয়ার রহমানের দোকানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সামসের মন্ডলের লোকজন। এসময় তারা মুদি দোকান ও দোকানের পেছনে বাড়ি ভাঙচুর করে এবং বিছালির গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আতিয়ার রহমানের ছেলে রিপন, লিয়াকত আলীর ছেলে জসিম, সামসের মন্ডলের ছেলে সাহাবুল ও সাহাবুলের ভাই গামা মন্ডল আহত হন। আহতদের মিরপুর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।