মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের সকল ধরণের দোকানপাট আংশিক খোলা রেখেছে ব্যবসায়ীরা। এদিকে সকাল ৮ থেকে বিকেল ৪টা কিংবা রাত ৮ টা পর্যন্ত থেকে সকল ধরণের দোকানপাট পুরোপুরো খোলা রাখার দাবীতে শহরে লকডাউন বিরোধী মৌন প্রতিবাদ জানিয়েছেন তারা। এরপর মোংলা বন্দর বণিক সমিতির নেতৃবৃন্দসহ শতাধিক ব্যবসায়ী তাদের এ দাবী উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের কাছে উত্থাপন করেন। তাদের দাবীর বিষয়টি প্রত্যাখান করে সরকার ঘোষিত বিধি নিষেধ মানার জন্য তিনি সকলের প্রতি আহবাণ জানিয়েছেন। এদিকে লকডাউন কার্যকরে প্রশাসনের কর্তাদের মাঠ পর্যায়ে তেমন কোন তদারকী চোখে পড়েনি।