আবু হোসাইন সুমন, মোংলা প্রতিনিধিঃ মোংলায় ৫শ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে মোংলাসহ আশপাশের এলাকায় বিক্রির অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার রাতে শহরের তাজমহল রোডে একটি মাছের আড়ৎতের দোতলা থেকে ইয়াবা ব্যবসায়ী তাহের ও রনিকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে মোংলা থানা পুলিশের এটিএসআই উত্তম চ্যাটার্জী। পরে থানায় নিয়ে তাহের ও তার সহযোগী রনিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ওই মাছের আড়ৎদার এর সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। ওই আড়ৎদারসহ একটি মহল চিহ্নিত এই ইয়াবা ব্যবসায়ী তাহের ও রনিকে ছাড়ানোর জন্য এবং মুল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য দেন-দরবার ও তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এটিএসআই উত্তম চ্যাটার্জী বলেন, তাহের ও রনি জনৈক খোকনের আড়ৎতের উপরের দোতলায় বসে ইয়াবা সেবন করছিল। এ সময় তাদেরকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তাজমহল রোডের কয়েকজন ব্যবসায়ী বলেন, তাহের মোংলা-চিটাগাং রুটে পরিবহণ ব্যবসা করেন। ওই পরিবহণ ও মাছের ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে ইয়াবা এনে মোংলা এলাকায় বিকিকিনি করে আসছিল। এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় তাহের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার রিপোর্ট প্রকাশিত হয়েছে।