বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় থেকে সবুজ হোসেন মৃধা (৩০) নামের এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালডাঙ্গা গ্রামের নির্মাণাধীণ বেড়িবাঁধের (উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প-সিইআইপি) ইয়ার্ড থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত সবুজ হোসেন মৃধা শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব মৃধার ছেলে। সে চায়না প্রজেক্টের ট্রাক চালাতেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সবুজের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবুজের পা মাটির মধ্যে ঢোকানো ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। ময়না তদন্তের জন্য সবুজের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ওই ইয়ার্ডে ব্লক তৈরি করা হত। ব্লক প্রস্তুত শেষে সেখান থেকে ট্রলিতে করে বেড়িবাঁধে নেওয়া হত। সবুজসহ আরও অনেকে সেখানে কাজ করতেন।সবুজের মৃত্যু দুর্ঘটনা না হত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।