মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা অমান্য করে আবারো পূর্ব সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে মাছ ধরার একটি ট্রলার ও একটি জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বনের পশুর নদীর জোংড়া অফিস সংলগ্ন খালে অভিযান চালিয়ে একটি ট্রলার ও একটি নৌকা জব্দ করে বন প্রহরীরা। এ সময় ট্রলার ও নৌকা থেকে বরফ ও জাল জব্দ করেন অভিযানকারীরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় টহলরত বনপ্রহরীরা ট্রলার ও নৌকাটিকে জব্দ করে। তবে ওই সময় কেউকে আটক করা যায়নি। কারণ তারা বনবিভাগের উপস্থিতি টের পেয়ে ট্রলার ও নৌকা ফেলে রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত নৌযান চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে আনার পর রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হকের উপস্থিতে ভেঙে ফেলা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত বুধবার রাতে ওই এলাকা থেকেই একই অপরাধে দুইটি নৌকা, দুইটি জাল ও ককসেট বোঝাই বরফ জব্দ করে বনবিভাগ।