পি কে পাল, সাতক্ষীরা : সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় যতোই দিন যাচ্ছে ততই আরো করোনা মহামারি মৃত্যুর মিশিল লাগামহীন ভাবে বেড়েই চলেছে। গত ২৪ঘন্টায় জেলাই ০৮ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালের মৃত্যু হয়।এনিয়ে এই জেলায় করোনা উপসগ’ নিয়ে মোট ০৮ জন মারা গেছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৬ জন।এছাড়া গত২৪ ঘন্টায় এ জেলায় ৪৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ১৩৬ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।যাহা শনাক্তের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ। এনিয়ে জেলায় আজ পযন্ত মোট ৪ হাজার ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৯৬ জন।জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা, নাস,স্বাস্থ্য কমীদের। এদিকে চলমান কঠোর অষ্টম দিনে ও চলছে ঢিলেঢালা ভাবে। লকডাউন উপেক্ষা করে শহরের হাট বাজার গুলো তে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সড়ক গুলোতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মাঝে অনীহা দেখা গেছে। অনেকেরই মুখে মাক্স ছিলো না বললেন চলে। বন্ধ রয়েছে সকল প্রকার গণ পরিবাহন।তবে শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা-বেচা করছেন। এছাড়া আইন শিখংলা বাহিনীর সদস্য রা মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান জনসচেতনতার অভাবে মানুষ লকডাউন লঙ্ঘন করছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।