সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নান্নু মিয়া (৪৫) নামের এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ন’টার দিকে সাতক্ষীরা রেঞ্জ’র চুনকুড়ি এলাকার মাথাভাঙা খালের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতকে বনদস্যু জোনাব বাহিনীর সদস্য উল্লেখ করে বন্দুক যুদ্ধের ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শ্যামনগর থানার মাধ্যমে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা করার কথা বলা হয়েছে। এদিকে অসমর্থিত কয়েকটি সুত্র জানিয়েছে নিহত নান্না মিয়ার বাড়ি বাগেরহাটের রামপালে। তবে তাৎক্ষনিকভাবে তারা তার বিষয়ে আরও কোন তথ্য দিতে না পারলেও সে বনদস্যু হিসেবে তৎপর ছিল বলেও নিশ্চিত করে। এবিষয়ে শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, র্যাবের সাথে বন্দুক যুদ্ধে বনদস্যু নান্নু নিহতের পর তার লঅশ মর্গে পাঠানো হয়েছে। র্যাবের পক্ষ হতে মামলা করা হবে বলেও র্যাব জানিয়েছে।