বিশেষ প্রতিবেদক : ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের রামপালের ২শ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্টের এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন। বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মো: তালুকদার নাজমুল কবির জিলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন গাজী। ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ গৌরম্ভা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ২শ পরিবারের প্রত্যেকের হাতে নগদ ৪৫০০টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের ইসি কমিটির সদস্য মো: মাহমুদ ও ইউনিট লেবেল অফিসার মো: হান্নান।