মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে মোংলায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত চাপ পরীক্ষার আয়োজন করেছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মা ডায়াগনস্টিক সেন্টারে এ কর্মসূচীর উদ্বোধন করেন শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুইশত শিক্ষার্থী ফ্রি এ সেবা গ্রহণ করেন। বুধবার থেকে শুরু হওয়া এ ফ্রি সেবাদান চলবে সপ্তাহ ধরে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা নিতে পারবেন আগ্রহীরা। শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের মাধ্যমে প্রায় দেড় বছর ধরে মোংলা ও রামপালসহ আশপাশ এলাকার করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা, ওষুধ ও খাদ্য সামগ্রী দিয়ে আসছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।