ইউনিক প্রতিবেদক :
গত শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। রয়টার্স বার্তা সংস্থা এ তথ্য জানায়। অন্যান্য সংস্থার বৈশ্বিক পরিসংখ্যানগুলোতেও মৃত্যুর সংখ্যা এর কাছাকাছি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোভিড-১৯ সংক্রমণের এক বছরে মৃত্যু হয়েছিল ২৫ লাখ মানুষের। অথচ পরের আট মাসের মধ্যে মৃত্যু হয় আরও ২৫ লাখ মানুষের।
ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ, দেশগুলোর মধ্যকার টিকাবৈষম্য, জনগণের মধ্যে টিকা না নেওয়া এবং স্বাস্থ্যবিধি না মানার অনীহা মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, তাদের ১৯৪টি সদস্য দেশের মধ্যে ১৮৭ টিতেই ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে। করোনার কয়েক দফা ঢেউয়ের মধ্যে এ ধরনটি সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে। গত সাত দিনে গোটা বিশ্বে মৃত্যুর অর্ধেকই যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো ও ভারতে।