মোংলা (বাগেরহাট) : মোংলায় দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছে পাভেল হাওলাদার (১৭) নামের এক কিশোর। তাকে মারধরসহ চোখ উৎপাটনের চেস্টা চালায় হামলাকারী দূর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১০ টায় চিলা এলাকায় রাস মেলায় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় ওই কিশোরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত কিশোরের পরিবারের দাবি, দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিত ভাবে ওই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোংলার বৈদ্দমারী গ্রামের বাবুল হাওলাদারের পূত্র পাভেল হাওলাদার প্রতিবেশীদের সঙ্গে রাতে রাস মেলায় ঘুরতে যায়। পরে রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে হাছান ও জুয়েলের নেতৃত্বে ১০/১২ জন দূর্বৃত্ত পাভেলের ওপর অতর্কীত হামলা চালায়। তাকে বেদম মারধরসহ কিশোর পাভেলের দু’চোখ উৎপাটন করতে গেলে পথচারীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয় আহত কিশোর পাভেলের বাবা বাবুল হাওলাদার জানান, হামলাকারী দূর্বৃত্তরা সদ্য আত্মসমর্পনকারী বনদস্যু গ্রুপের সদস্য। তারা এলাকায় ফেরার পর বেপরোয় কর্মকান্ড চালাচ্ছে।