মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় চেয়ারম্যান সোহেল ওই ইউনিয়নের প্রায় ৪ শ দরিদ্র মানুষের প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ট্যাগ অফিসার মোঃ হাবিবুর রহমান, বাঁশতলী ইউনিয়নের মেম্বর সিকদার জিয়াউর রহমান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ ইমরান হোসেন, মল্লিক মহিতুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর, হাওলাদার বুলবুল আহমেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শেখ রাসেল, সংরক্ষিত মহিলা মেম্বর রওশন আরা ইসলাম, তাহিরা বেগম, নাজমা আরিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।