মানস বিশ্বাস : মোংলা সরকারি কলেজের ৮ জন শিক্ষক কর্মচারীর (৩ জন শিক্ষক, ১ জন সহকারী গ্রন্থগারিক, ও ৪ জন কর্মচারী) অবসর জনিত বিদায় সংবর্ধনা রবিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মোঃগোলাম সরোয়ারের সভাপতিত্বে শিক্ষক কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নন্দকিশোর আধিকারী,গৌতম কুমার বিশ্বাস, আব্দুল ওয়াজেদ, মনিমোহন অধিকারী,সমর হালদার, বিনয় মণ্ডল, আব্দুর রহমান, রাবেয়া বেগম অবসর নিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম সরোয়ার মনোজকান্তি বিশ্বাস, কুবেরচন্দ্র মণ্ডল, আনোয়ার হোসেন শ্যামা প্রসাদ সেন,অসিত কুমার বসু,নিগার সুলতানা সুমি,আই শ ম বাকীবিল্লাহ পলাশ চক্রবর্তী প্রমূখ। উল্লেখ্য, ২০২০ ও২০২১সালে ৩জন শিক্ষক, ১জন সহঃ গ্রন্থাগারিক ও ৪জন কর্মচারী অবসারে যান।