মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ সুন্দরবন সংলগ্ন আংটিয়ারা এলাকা থেকে হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবন লাগোয়া বড় আংটিয়ারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারী অসিত কুমার সরদার (৫০)কে আটক করে। আটক অসিত খুলনার কয়রা উপজেলার বড় আংটিয়ারা গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে। আটককৃতকে বনবিভাগের খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
এর আগে গত বুধবার সুন্দরবনের ঢাংমারী এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে কোস্ট গার্ড।