ফুলতলায় মটর সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত ৪

প্রকাশঃ ২০২২-০৩-১২ - ০৮:০৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার জামিরায় শুক্রবার বিকালে মটর সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক অনুজ কুমার মন্ডল (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ সময় ইজিবাইক চালকসহ আরও ৪ ব্যক্তি গুরুতর আহত হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার এসআই মুজাহিদুল ইসলাম বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুরের সুনিল মন্ডলের পুত্র অনুজ কুমার মন্ডল এবং খোকন চন্দ্রের পুত্র অনুপ চন্দ্র (৩২) মটর সাইকেল যোগে ভবদা থেকে জামিরা বাজারে আসছিলেন। জামিরার শেখ বাড়ির সামনে পৌছালে বিপরীতমুখী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটরসাইকেল চালক অনুজ কুমার মন্ডল ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী অনুপ (৩২), ইজিবাইক চালক ডুমুরিয়ার সিরাজুল ইসলামের পুত্র আব্দুল্লাহ (২৫), যাত্রী ফুলতলার রফিকুল মোল্যার পুত্র কাদির মোল্যা (১৭) ও বিল্লাল মোল্যার পুত্র নাঈম মোল্যা (১৭) গুরুতর আহত হলে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, আহদের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।