কয়রায় মৎস্য ঘের দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০২২-০৩-১৪ - ১২:৩৮

শেখ মনিরুজ্জামান, কয়রা, খুলনা : 

খুলনার কয়রায় মৎস্যঘের দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার হড্ডা গ্রামের মৃত নিরোধ সরকারের পুত্র রুপক কুমার সরকার।

সোমবার (১৪ মার্চ)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসকাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান। হড্ডা মৌজার ৩৭০ নং খতিয়ানের ৯১০, ৯১২, ৯১৩, ৯৩৪ ও ৯৩৭ নং দাগের ৫.৫৮ একর সম্পত্তি সরকারে নিকট হতে বাংলা ১৩৮৬ সাল হতে ডিসিআর নিয়ে সরকারী বিধিমোতাবেক ১৪২৫ সাল পর্যন্ত রাজস্ব পরিশোধ করে দীর্ঘ ৪২ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে মৎস্য ঘের বা মৎস্য চাষ করে আসিতেছে। উল্লেখিত সম্পত্তির বেড়িবাঁধ দিয়ে সীমানা দেওয়া আছে। পূর্বশত্রুতার জের ধরে গত ৮ মার্চ একই গ্রামের মৃত মনিন্দ্র সরকারের পুত্র স্বপন সরকার, মনোরঞ্জন সরকার, দেবব্রত সরকার ও রঞ্জন সরকারের নেতৃত্বে পরিকল্পিত ভাবে দা, লাঠি, সাবোল, কোদাল, হাতুড়ি চাপাতি সহ অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে বে-আইনিভাবে দলবদ্ধ হয়ে অজ্ঞাতনামা ভাড়াটিয়া ব্যাক্তিদের এনে আমার মৎস্য ঘেরে অবৈধ ভাবে প্রবেশ করে ঘেরের রাস্তা কাটিতে থাকিলে আমি ঘটনাস্থলে যেয়ে বাধা প্রদান করি। এ সময় তারা আমাকে জানে শেষ করার অসৎ উদ্দেশ্য মারপিট করে নগদ টাকা, একটি টার্চ মোবাইল ও রাস্তা কেটে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধণ করে । আমি বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রা, খুলনায় একটি মামলা দায়ের করি যার নং সিআর ১৩২/২২। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করে।

এ ব্যাপারে স্বপন সরকারের নিকট জানতে চাইলে, তিনি ও তার ভাইদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।