ফুলতলায় বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২২-০৪-২৯ - ১৮:৩২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফুলতলার বাসষ্টান্ড চত্ত¡র এলাকায় ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য হাসনাত রেজভী মার্শাল, ইঞ্জিঃ মনির হাসান টিটো, বিএনপি নেতা আনিছুজ্জামান পলাশ, মশিউর রহমান বিপ্লব, মোঃ ইদ্রিস আলী মোল্যা, আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ, হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিকু, মহির শেখ, শাহিন আহাদ, হিরণ সরদার, তবিবুল রহমান তুহিন, মোঃ হারুণ প্রমুখ।