ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এম মনিরুল ইসলাম বাপ্পী ও দামোদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ইদ্রিস মোল্যার মাতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু সুস্থ্যতা কামনায় শুক্রবার ফুলতলা বাজারস্থ প্রেমা গ্রাউন্ডে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, জেলা বিএনপির সদস্য হাসনাত রেজভী মার্শাল, বিএনপি নেতা আঃ গণি মোল্যা, মোঃ কামরান হাসান, মোঃ ইদ্রিস আলী মোল্যা, মোঃ আলমগীর হোসেন, মোশারফ হোসেন বিপ্লব, মোঃ ইকবল খান, মোঃ শেখ হাফিজুর রহমান, মাসুদ করিম, আলিমুন রেজা লাবু, সেলিম হোসেন, কাজী সেলিম, মোঃ আয়ুব আলী মোল্যা, যুবনেতা মোঃ শাহীন আজাদ, হুসাইন মোহাম্মদ মহাসিন, এনামুল কবির হিরোন, শরিফুল ইসলাম মিকু, তুহিন খন্দকার, রাজা জমাদ্দার, শামীম হোসেন, ফারুক হোসেন, নাজমুল হোসেন, শ্রমিক নেতা মোঃ বসির শেখ, মোঃ জাহিদুল ইসলাম লাভলু, ছাত্রনেতা আবির হাসান লিমন, তিতাস হোসেন, ইমন মোল্যা, বাপ্পী মোল্যা, আসিব মোল্যা, মোঃ পলাশ বিশ^াস প্রমুখ। এ সময় বিএনপি নেতা খন্দকার রকিবুল ইসলাম, ইনতারুল ইসলাম বাদল ও জুয়েলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন তৈয়েবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল মতিন।