ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কটুক্তি মূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। এরপর চৌরাস্তা গোলচত্বরে প্রতিবাদ জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার, সহ-সভাপতি সৃজন গুহ ঠাকুরতা, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ দত্ত, এন এ নিউমুন সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান মেহেদী, মর্জিনা আক্তার রিতু সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যে কটুক্তি মূলক কথা বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগ নেতারা তারা বলেন এখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবে না। প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল কোনরকম উল্টাপাল্টা কথা বললে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ সদস্যরা।