তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলায় উত্তরডিহি গ্রামের হাসান মোল্যা (৪০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। ওই বাড়ি থেকে দুই শাতাধিক কার্টুন নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ এবং মিকচার মেশিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ ট্যাবলেট ও সিরাপ মজুদের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন ফুলতলার উত্তরডিহি গ্রামের জাকির মোল্যার পুত্র হাসান মোল্যার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় জনস্বাস্থ্যের জন্য মারত্মক ক্ষতিকর যৌন উত্তেজক ঔষুধ এ্যাপেক্স, ভিগান, ইউনি মেডিসিন, জেনসাসহ বিভিন্ন কোম্পানীর দুই শতাধিক কার্টুন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। এ ছাড়া ওই্ বাড়িতে সিরাপ তৈরীর মিকচার মেশিনও উদ্ধার করা হয়। পরে জব্দকৃত অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপের কার্টুনগুলো উপজেলা চত্ত¡রে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব শাহিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স্যানটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন, গুদাম কর্মকর্তা পল্লব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।