রামপালে আগুনে পুড়ে গেছে ৯টি দোকান

প্রকাশঃ ২০২২-০৭-২০ - ২৩:৪৫
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা বাজার বাস ষ্ট্যান্ড এলাকায় আগুনে পুড়ে গেছে ৯টি দোকান। গত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন অগ্নিকান্ডে দোকান মালিকেরা।
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের মেম্বর চম্বক কুন্ডু ও ক্ষতিগ্রস্ত দোকানীরা জানান, রাত ৮ টায় মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা অনুযায়ী সবাই দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। এরপর রাত সাড়ে ১১টার দিকে একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সর্বপ্রথম আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশে। আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়লে এক দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সেই আগুন মুহুর্তের মধ্যে বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন মালামালের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাখানেক ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাগেরহাট সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত দোকানীদেরকে প্রয়োজনীয় সরকারী আর্থিক সহায়তা প্রদাণ করা হবে বলেও জানান তিনি।