বটিয়াঘাটায় ১২৫ পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তন্তর 

প্রকাশঃ ২০২২-০৭-২১ - ২২:৩৯

বটিয়াঘাটা প্রতিনিধি : জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, মুজিব শতবর্ষ পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য জমি ও গৃহ নির্মাণ করে বিশ্বে যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন সত্যিকার অর্থে প্রশংসনীয় । প্রধানমন্ত্রীর ইচ্ছে দেশে যেন একজনও গৃহহীন না থাকে ।যে কারনে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ছিন্নমূল মানুষের মাঝে জমির কাগজপত্র সহ গৃহ নির্মাণ করে দিয়ে চলেছেন । তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০ স্থানীয় বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে তৃতীয় ধাপে জমির দলিল,নামপত্তনের কাগজপত্র সহ ঘরের চাবি হস্তন্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ,মোঃ আাসাবুর রহমান,আসলাম হালদার,সার্ভেয়ার মোঃ সাকিরুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ রায় প্রমূখ।এ সময় বালিয়াডাঙ্গা ইউনিয়নে মোট ১২৫ জন সুফলভোগীর মাঝে ২ শতাংশ জমির দলিল,নামপত্তন সহ ঘরের চাবি হস্তান্তর করেন।