দাকোপ প্রতিনিধি : মুজিববর্ষে বাংলাদেশকে শতভাগ গৃহহীন ভূমিহীন মুক্ত করার ধারাবাহিক পূনর্বাসন প্রক্রিয়ার অংশ প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩য় পর্যায়ে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় দাকোপের ১০টি ছিন্নমূল পরিবার পেল সেমি পাকা টিনের ঘর।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশের “জমি নেই ঘর নেই” এমন ২৬ হাজার ২শ’ ২৯ টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। তারই অংশ হিসাবে গনভবন থেকে সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানটি দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল পদ্ধতিতে এক যোগে সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা মুহিত লাল রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইনস্টেক্টর মোঃ মোসলেম আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোছাঃ লতা বেগম, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ সাব্বির আহমেদ, মানস রায়, সুদেব কুমার রায়, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, চালনা পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, উপকারভোগী আব্দুল জামিল পাড়, মতলেব শেখ, টুকটুকি বেগম, তাপসী, কৃষ্ণপদ সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। এবার উপজেলার খোনা এলাকায় আশ্রায়ণ প্রকল্পে ১০ ঘর দেওয়া হয়। এ পর্যন্ত দাকোপে ৩৭০টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিয়ে পূনর্বাসন করা হয়েছে।