বটিয়াঘাটা প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শনিবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজ সেবক প্রফুল্ল কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আইটিসি সহকারী প্রোগ্রাম কর্মকর্তা মোঃ সুমন শেখ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, মৎস্য খামারী গোলক মন্ডল, সুরঞ্জিত মন্ডল প্রমূখ। গতকাল ২৩ জুলাই শনিবার থেকে ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন করা হবে।