দাকোপ প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালনে দাকোপে মৎস্য দপ্তরের উদ্যোগে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই হতে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে শনিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তৃতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, ২০২১-২২ অর্থ বছরে দাকোপে ০.৪০৮ মে. টন মাছের পোনা অবমুক্ত করা হয়। বিগত ২০২০-২১ অর্থ বছরে উপজেলায় মোট ৩৪৭০.০০ মে. টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন ছিল ৪৭৮৫.০০ মে. টন। তিনি বলেন চলতি বছর ৬৯৬ জন মৎস্য চাষী ও মৎস্যজীবিকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। একই সময়ে ৪৬০ উদ্যেক্তার খামার পরিদর্শনসহ পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ১২.৩৫ হেক্টর প্রদর্শনী পুকুর স্থাপন, কারীগরী সহায়তা এবং উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ভিজিএফ কর্মসূচীর আওতায় দাকোপে জনপ্রতি ৮৬ কেজি হারে ৫০৯৭ জন মৎস্যজীবিকে চাল প্রদান করা হবে। সপ্তাহব্যাপী কর্মসূচীতে পোনা অবমুক্তকরন, মৎস্য পুরুস্কার বিতরন, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, মাটি ও পানি পরীক্ষা ইত্যাদী। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে খাল খনন, নদী খাল থেকে সকল ধরনের অবৈধ জাল জব্দ করন, উপজেলা প্রশাসনের সহায়তায় খাল জলাশয়কে অবৈধ দখল মুক্তকরন কর্মসূচী আরো জোরদার করা হবে। এ সময় মৎস্য দপ্তরের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, ক্ষেত্র সহকারী তোফায়েল আহমেদ, আলমাস হোসেন, অফিস সহকারী আব্দুর রউফ, ফিল্ড ফ্যাসিলেটেটর রাজু আচার্য্য, মেকানিক আশিকুর রহমান, ইনুমিরেটর হান্নান গাজী, রথীন মন্ডল প্রমুখ।