বটিয়াঘাটা প্রতিনিধি: সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম এস এম মোস্তফা রশিদী সুজা’র চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল বুধবার বিকাল ৪ টায় বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ হালদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।