বটিয়াঘাটা প্রতিনিধি : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল বুধবার বিকাল ৩ টায় স্থানীয় বটিয়াঘাটা টিডিসি ময়দানে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির’র স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিধান রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমী আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষক প্রভাস গাইন, সাংবাদিক পরাগ রায় সহ সহকারী শিক্ষা কর্মকর্তা বৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চেং কুচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন রুদ্রমন্ডল, খেলা পরিচালনা করেন মোঃ ফয়সাল সেখ, সৌরভ তরফদার, শিমুল গোলদার, সরোজিৎ ঢালী, নিশান বৈরাগী ও অসিত বিশ্বাস। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়।