খুলনা অফিস : খুলনার ডুমুরিয়ায় একটি চিংড়ি ডিপোতে গত বুধবার বিকেল ৪টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ওই ডিপো থেকে লক্ষাধিক টাকার পুশকৃত চিংড়ি উদ্ধার ও পুশের সরঞ্জাম জব্দসহ ৩জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অভিযান সুত্রে জানা গেছে, উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন পাশের গলির ভিতরেই রয়েছে মোস্তাফা বিশ্বাসের চিংড়ি ডিপো। যা মুক্তা ফিস নামে পরিচিত। গত বুধবার বিকেলে ওই ডিপো’র ম্যানেজার আব্দুল লতিফ বিশ্বাস ও ২জন নারী শ্রমিক মিলে গলদা চিংড়িতে নিষিদ্ধ জেলি পুশ করছিল। খবর পেয়ে খুলনা র্যাব ৬ এর ভারপ্রাপ্ত কম্পোনী কমান্ডার লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ ও ডিএডি আমিনুর রহমান মল্লিকের নেতৃত্বে ওই ডিপোতে অভিযান শুরু হয়। অভিযানে প্রায় দেড়’শ কেজি গলদা চিংড়ি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ১লাখ ২০হাজার টাকা। এছাড়াও চিংড়িতে পুশের সরঞ্জাম হিসেবে গ্যাস সিলিন্ডার ও চুলা, নিষিদ্ধ জেলি, বিভিন্ন সাইজের ৮/১০টি ইনজেকশানের সিরিঞ্জ জব্দ করা হয়। অভিযান শেষে ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে জব্দকৃত সমুদয় চিংড়ি ও পুশের সকল সরঞ্জাম বিনিষ্ট পূর্বক তা মাটির নিচে পুতে রাখার নির্দেশ প্রদান করেন এবং ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের ধারামতে অভিযুক্ত ২ নারী শ্রমিকের নিকট থেকে ৫’শ করে মোট মোট ১হাজার টাকা জরিমানা আদায় করেন। আর ডিপো ম্যানেজার আব্দুল লতিফ বিশ্বাসকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক। তবে অভিযান চলাকালে ডিপোমালিক মোস্তফা বিশ্বাস গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলেন বলে আদালত সুত্রে জানা গেছে।
https://www.facebook.com/uniquenews24/videos/5645445898819171