বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান শুক্রবার বেলা ১১ টায় স্থানীয় সম্মেলন কক্ষে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মনিরুল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বাবুল হুসাইন, সহকারী মৎস্য অফিসার আমীর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উত্তরনের ম্যানেজার কামাল হোসেন সহ অসংখ্য মৎস্য চাষী। পরে উত্তরনের আয়োজনে প্রান্তিক মৎস্য চাষী ও জেলেদের মাঝে নগদ ৯ শত টাকা করে প্রণোদনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।