পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা ও পৌরসভা কে উপেক্ষা করে পৌরসভা অব্যন্তরে লবন পানি তোলার ঘটনায় ও হুমকি দেয়ার ব্যাপারে থানায় জিডি হয়েছে।জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫ ওয়ার্ডের হাজরা পদ মন্ডলের ছেলে কেষ্টপদ মন্ডল উপজেলা ও পৌরসভাকে উপেক্ষা করে ২৯/৭/২২ তারিখ রাত দেড়টার দিকে ৫ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট দিয়ে লবন পানি তোলার সময় স্হানীয় খোরশেদ আলম সহ লবন পানি তোলার কারন জানতে চাইলে কেষ্ট পদ অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারতে উদ্যত হয়। এ বিষয়ে খোরশেদ আলম ৩০/৭/২২ তারিখে পাইকগাছায় থানায় কেষ্টপদ মন্ডলের বিরুদ্ধে জিডি করে।যার নং ১৪৭৩ ।জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল জানান, বিষয়টি তদন্তাধীন তাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।