ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় ফের চালু হয়েছে ফুলতলা- রূপসা রুটে নগর পরিবহন। সোমবার (১ আগষ্ট) সকাল ৮টা থেকে ফুলতলা বাসস্টান্ডে নগর পরিবহর চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফুলতলা থেকে রূপসার উদ্দেশ্যে ছেড়ে আসে বাস। করোনার কারণে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর চালু সংবাদে আনন্দিত যাত্রীরা।
খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান বলেন, করোনার কারণে আড়াই বছর বন্ধ ছিল নগর পরিবহন। এ বিষয়ে মিডিয়া, নিরাপদ সড়কসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দাবির প্রেক্ষিতে আজ থেকে নগর পরিবহন চালুর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, এই রুটে প্রাথমিকভাবে ৫/৬টি নগর পরিবহন (বাস) দিয়ে চলাচল শুরু হচ্ছে। শিক্ষার্থীদের চলাচলের জন্য ফুলতলা থেকে দৌলতপুর পর্যন্ত ১০ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর রূপসা থেকে ফুলতলা পর্যন্ত সাধারণ যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে অনেকেই নির্ধারিত ভাড়া দিতে চান না। যাত্রীদের যাতায়াতের দূরত্বের উপর ভাড়া নির্ধারিত হবে।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে খুলনা মোটর বাস মালিক সমিতির উপদেষ্টা মোঃ হারুনর রশীদ ভূইয়া টুকু, মটর শ্রমিক ইউনিয়ন ফুলতলা শাখা সভাপতি ওয়াহিদ মুরাদ পিন্টু, সাধারণ সম্পাদক সনজিৎ বসু, প্রনব বসু, বাবলু ভুইয়া, সালাম মোল্যাসহ অনেক শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।
খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্লাবন বলেন, নগর পরিবহন যাত্রীদের জন্য সহজলভ্য। স্বপ্ল ভাড়ায় এই পরিবহনে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারে। দীর্ঘদিন এই পরিবহন বন্ধ থাকার পর চালু হওয়ায় শিক্ষার্থীদের জন্য সুবিধা হলো।
নগর পরিবহনের চালক রুবেল বলেন, প্রথম দিন তাই যাত্রী একটু কম। দুই এক দিন গেলেই যাত্রি বেড়ে যাবে। এর জন্য প্রচার প্রচারণা ও বাসের সংখ্যা বাড়াতে হবে।