ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশঃ ২০২২-০৮-০২ - ০১:৩৫

ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুলতলা বাজারে নোংরা পরিবেশ বিরাজ এবং মূল্য তালিকা না থাকায় খাজানা হোসেনকে ৫ হাজার টাকা, আনন্দ হোটেলকে ৩ হাজার, শিকিরহাটস্থ বলাই মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও বেশি দামে ঔষধ বিক্রি করায় উষা ফার্মেসীকে ১০ হাজার এবং রহিমা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলতলা থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি।