মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : রাত ৮টায় দোকানপাট বন্ধের নিয়ম মানা হচ্ছেনা মোংলায়। নিয়ম না মেনেই ৮টার পরও দোকানপাট খোলা রাখছেন দোকানীরা। বুধবার রাত ৮টার পর থেকে পৌনে ৯টা পর্যন্ত পৌর শহরের শেখ আঃ হাই, কমিশনার সফিউল্লাহ, বিএলএস, তাজমহল সড়কসহ শেহলাবুনিয়া, বটতলা ও কলেজ মোড় এলাকায় দোকানপাট খোলা দেখা গেছে। এখনও (সোয়া ৯টা) পর্যন্ত বিভিন্ন জায়গায় খোলা রয়েছে দোকানপাট। এদিকে কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখায় কয়েক দোকানীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। তিনি বলেন, বুধবার দিনে অবশ্য ভোক্তা অধিকার আইনে শহরের দোকানপাটে অভিযান চালিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপরও দোকানপাট খোলা রাখার বিষয়ে বৃহস্পতিবার অভিযানের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবে।