মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় একটি তক্ষক উদ্ধারের পর তা আবার বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করেন স্থানীয় ইউপি মেম্বর মোঃ সেলিম। পরে তিনি ওই তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশনের আওতাধীন বরইতলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, বরইতলা ফরেস্ট অফিস সংলগ্ন বাজিকরখন্ড এলাকার মেম্বর মোঃ সেলিম তার এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করে বুধবার আমাদের কাছে দেন। এরপর বনবিভাগের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রমে সহায়তাকারী ভিটিআরটি ও সিপিজি’র সদস্যদের সাথে নিয়ে বরইতলা ক্যাম্প সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। তক্ষকটি লম্বায় ৭ ইঞ্চির মত।