বটিয়াঘাটা প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, অবকাঠামো পরিবর্তনের জন্য শুধু ভবন নিলে চলবে না, শিক্ষকদের বিদ্যালয়ে আন্তরিকতার সাথে পাঠদানে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীরা ক্লাসের পড়া নিয়মিত পড়ে আসছে কিনা, ক্লাস ফাঁকি দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে কিনা সে দিকেও শিক্ষকদের খেয়াল রাখতে হবে। একটি ভবন শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও পরিবেশ যেমন বাড়িয়ে দেয় তেমনি শিক্ষক-শিক্ষার্থীদের পরিবার ও আত্মীয় স্বজনের অঙ্গনে ভালো অবস্থানও তৈরি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝতে পেরেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে প্রত্যন্ত অঞ্চলে বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছেন। এতে করে একদিকে যেমন অবকাঠামোগত উন্নয়ন ঘটবে অন্যদিকে বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগে আশ্রয়হীন মানুষ আশ্রয় নিতে পারবে। তিনি বৃহষ্পতিবার বেলা বারোটায় বটিয়াঘাটার রাসমোহন বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যায়ে নব-নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পরিচালনা পরিষদের সাবেক সভাপতি প্রদীপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলি, সাবেক ইউপি চেয়ারম্যান ও অবঃ প্রধান শিক্ষক শিবপদ মন্ডল, শিক্ষক সমিতির অঞ্চল সভাপতি প্রধান শিক্ষক ধীমান চন্দ্র বিশ্বাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদ্বয় ফজলুল করিম ও আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও উপজেলা যুবলীগের সভাপতি অনুপম বিশ্বাস। উপস্থিত ছিলেন অবঃ অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, ভাঃ অধ্যক্ষ দীনবন্ধু বর্ধন, অবঃ প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, অধ্যাঃ পঞ্চানন মন্ডল, অধ্যাঃ অম্বরিশ গাইন, অধ্যাঃ সুরঞ্জন কুমার, অধ্যাঃ ফনী ভুষণ বিশ্বাস, অধ্যাঃ অশোক কুমার বৈদ্য, অধ্যাঃ তুষার কান্তি মন্ডল, অধ্যাঃ অজিত তরফদার, অবঃ প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ রায়, সহকারী শিক্ষক অনিমা মন্ডল, এসএমসি সদস্য সৌমিত্র কুমার মন্ডল ও ইদ্রিস আলী, সহকারী শিক্ষক ইন্দ্রা রানী বালা, সহকারী শিক্ষক সঞ্জয় রায়, সহকারী শিক্ষক বিজরী রানী গোলদার, সহকারী শিক্ষক তরুণ কান্তি ঢালী, সহকারী শিক্ষক চিরঞ্জিৎ মন্ডল, সমাজসেবক ডাঃ কৃষ্ণ পদ রায়, সমাজসেবক বিজয় কৃষ্ণ রায়, ঠিকাদার গাজী মোঃ ফিরোজ, ইউপি সদস্য অরুপ রতন গোলদার, সাবেক ইউপি সদস্য সমরেশ রায় সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় প্রধান অতিথি ফিতা কেঁটে ও ফলক উন্মোচন করে প্রার্থনা করেন।