মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় দরিদ্রের আর্থিক সহায়তা, সেলাই মেশিন, সবজি বীজ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় তিনি দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় চেক, দুস্থ নারীদের সেলাই মেশিন, মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারে ডিজিটাল সার্টিফিকেট, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সবজি বীজ ও ক্ষুদ্র ঋণ বিতরণ করেন তিনি। এসব অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানাসহ অন্যান্যরা।