মোংলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু মোংলা ঘাষিয়াখালী নৌ ক্যানেল খনন কাজের ড্রেজারে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪আগষ্ট) ভোর ৪ টায় “এম রহমান” ড্রেজারে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ড্রেজারের থাকা স্টাফদের ওপর হামলা চালিয়ে ড্রেজারে থাকা ১৫’শ লিটার ডিজেল, আট ড্রাম রং, একটি পাম্প মটর, ১৬ কেজি গ্রিজ ও ১০ বস্তা নাট বোল্ট লুট করে নেয় ডাকাতদল। এতে ড্রেজারের মোঃ জাহিদুল কবির (৩৫), লোকমান হোসেন (৩৮) ও রিপন শেখ (২৮) গুরুতর আহত হয়েছেন জানিয়েছেন এম রহমান ড্রেজারের ম্যানেজার গোপিনাথ দাস।
এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সাহায্য নেন ওই ড্রেজারের সিনিয়র টেকনিশিয়ান মোঃ নিজাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোংলা নৌ পুলিশের একটি দল। পরে ডাকাতি হওয়া মালামাল নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোঃ রাসেল (২৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে নৌ পুলিশ। আটক রাসেল মোংলা উপজেলার চিলা ইউনিয়নের চিনির ব্রিজ এলাকার বাসিন্দা।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ শিশির ঘোষ জানান, ৯৯৯ নম্বরের কল পেয়ে প্রথমে ড্রেজারে ডাকাতির ঘটনা জানার পরে সেখানে পৌঁছে অভিযান চালিয়ে একজনকে মালামালসহ আটক করা হয়। এবং বাকি আটজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান শিশির ঘোষ।