ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, সহকারী কমিশনার (ভ‚মি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, কৃষি সম্প্রসারণ অফিসার এম নাজমুস সাকিব শাহীন, ভেটেরিনারী সার্জন ডাঃ তৌহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, মেরিন ফিশারিস অফিসার কচি খানম, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, প্রসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ। পরে উপজেলা চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়া বাদ জুম্মা উপজেলা জামে মসজিদে শহীন ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।