মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সরকারের সিদ্ধান্ত মোতাবেক রাত ৮টায় সকল দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছেনা মোংলায়। বৃহস্পতিবার রাত ৯টায়ও দেখা গেছে পৌর শহরের প্রায় সকল ধরণেরই দোকানপাট খোলা রয়েছে। টেইলার্স, গার্মেন্টস, কসমেটিকস, মুদি, কাঁচাবাজার, ষ্টেশনারী ও ভ্যারাইটিসপণ্যসহ সকল ধরণের দোকানপাট খোলা রেখেছেন দোকানীরা। মুলত স্থানীয় প্রশাসনের নীরবতার সুযোগেই নির্দিষ্ট সময়ের পরও দোকানপাট খোলা থাকছে। এছাড়া কোন কোন জায়গায় গভীর রাত পর্যন্তও খোলা থাকছে দোকানপাট। দোকানপাট বন্ধের সরকারী নির্দেশনা স্থানীয় পর্যায়ে কঠোরভাবে প্রতিপালন না হওয়াতেই দোকানীরা তাদের প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্তও খোলা রাখছেন। সরকারের নির্দেশনা কোনভাবেই যেন মানছেন না এখানাকার দোকানীরা। নির্দেশনা বাস্তবায়নে প্রথম দিকে গভীর রাত পর্যন্ত দোকাটপাট খোলা রাখায় বেশ কয়েক দোকানীকে অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। তারপর নিয়ম মানার বালাই নেই দোকানীদের।
এর আগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালে সরকারের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়ে দোকানপাট বন্ধের সেই নির্দেশনা উপেক্ষিত ছিলো এখানকার দোকানীদের মাঝে।
এদিকে সরকারের বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের সিদ্ধান্তের বিপরীতে নির্দিষ্ট সময়ের পরও মোংলায় দোকানপাট খোলা থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, প্রথমদিকে অভিযান চালিয়ে অর্থদন্ড ও সর্তক করার পরও দোকানীরা নির্দেশনা মানছেন না। তাই আবারো মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।