ফুলবাড়ীগেটে ৩ অপহরণকারী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

প্রকাশঃ ২০২২-০৮-১৩ - ২৩:০৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানা পুলিশ ফুলবাড়ীগেট শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জল সহ ৩ অপহরন কারীকে গ্রেফতার করেছে , এ সময় তাদের স্বীকারোক্তিতে তাদের হেফাজতে থাকা গিলাতলা দক্ষিন পাড়ার ভিকটিম মোঃ জিহাদ শেখ ও মোঃ আলামিন হোসেনকে উদ্ধার করে খানজাহান আলী থানা পুলিশ। এঘটনায় ভিকটিম জিহাদ শেখের পিতা মোঃ আসলাস শেখ বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে, যার নং ১২ তাং ১৩/০৮/২২ ইং। মামলার এজাহার সুত্রে জানা যায় গত ১২ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় গিলাতলা দক্ষিনপাড়ার সামাদ শেখ এর পুত্র ভ্যানচালক জিহাদ শেখ ভ্যান নিয়ে ভাড়া টানার জন্য বাসা থেকে বের হয়।রাত সোয়া ৮ টার সময় জিহাদ এর ছোট ভাই জিয়ারুল এর মোবাইলে ফোন দিয়ে জিহাদ বলে আমাকে আটকিয়ে রেখেছে ৫০ হাজার টাকা নিয়ে আয়, এর পরই ফোন বন্ধ পাওয়া যায়, কিছুক্ষন পর আবার ফোন করে অপহরনকারীরা জিহাদ এর ছোট ভাই জিয়ারুল কে একটা বিকাশ নং দেয় এবং উক্ত নাম্বারে টাকা পাঠাতে বলে, জিহাদের পিতা বিষয়টি খানজাহান আলী থানার ওসিকে অবহিত করলে খানজাহান আলী থানা পুলিশ তৎক্ষনিকভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরনকারীদের অবস্থান আড়ংঘাটা থানাধীন তেলিগাতী পাকার মাথায় আছে বলে নিশ্চিত হয়। জিয়ারুল অপহরনকারীদের ফোনে বলে এত রাতে বিকাশ এর দোকান খোলা নেই সরাসরি ছাড়া টাকা দেওয়া সম্ভব হচ্ছেনা, তখন ফোনে তাদেরকে অপহরনকারীরা, কুয়েট পকেট গেট এর সামনে যেতে বলে, তাদের কথা মতো জিহাদ এর পিতা আসলাম শুক্রবার দিনগত রাত ৪ টার সময় কুয়েট পকেট গেছে গেলে অপহরনকারী চক্রের সদস্য শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জল (২৭), তেলিগাতী সরদার পাড়া এলাকার হান্নান শেখ এর পুত্র তরিকুল (২০) , একই এলাকার আবু বক্কার এর পুত্র মোঃ মুন্না হোসেন (২৬) সাথে কথা বলার এক পর্যায়ে , পুর্বে থেকেই উৎপেতে থাকা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে খানজাহান আলী থানার এস আই হাসানুজ্জান, এস আই দেবেশ, এ এস আই তুহিন , এ এসআই শরিফুল ও আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করে তারা ২ জনকে আটকে রেখেছে ,এবং তাদের মুক্তিপন বাবদ ৫০ হাজার টাকা নিতে এসেছে কুয়েট পকেট গেটে, অপহরনকারীদের দেওয়া তথ্যমতে তেলিগাতী মধ্যপাড়া ক্লাব মোড়স্থ মৃত শেখ শাহাজান এর ভাড়াটিয়া মোঃ জামিরুল ইসলাম এর ভাড়া বাসা হতে অপহরনকারীদের হেফাজতে থাকা মোঃ জিহাদ শেখ ও মোঃ আলামিন হোসেনকে উদ্ধার করে পুলিশ। অপহরনের স্বীকার হওয়া ভ্যান চালক মোঃ জিহাদ শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায় শুক্রবার রাত সোয়া ৮ টায় ভ্যানগাড়িতে একটা টিপ দেওয়া লাগবে এবং তাদের ভ্যান ভাড়া বাড়িয়ে দিবে বলে তাদের তেলিগাতী মধ্যপাড়া ক্লাবমোড়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন মহিলাদের সাথে অশ্নিল ভিডিও ও ছবি তুলে ভাইরাল করে দিবে বলে হুমকি দেই। এলাকাবাসি জানান আটককৃতরা একটি বড় ধরনের সিন্ডিকেট চক্র, দির্ঘদিন ধরে ফ্লাট বাসায় মহিলাদের সাথে অশ্নিল ভিডিও করে নিরিহ ভ্যান চালক সহ সাধারন মানুষকে জিম্মি করে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে, অনেকে মানসম্নানের ভয়ে তাদের দাবিকৃত টাকা দিতে বাধ্য হয়েছে । আটককৃত মোঃ মুন্না হোসেন এর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। স্থানিয়রা আটককৃতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, ঘটনা জানার পর থেকে ডিসি নর্থ এর দিকনির্দেশনায় এবং কেএমপির সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) এর তদারকিদে থানার একটি বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে আসামি ও ভিকটিম উদ্ধারে সক্ষম হয় । এ ঘটনায় ভিকটিম জিহাদ শেখ এর পিতা আসলাম শেখ ৪ জনকে এজাহার নামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে , এজাহার নামীয় পলাতক আসামি তেলিগাতী সরদার পাড়া এলাকার আলী আহম্মেদ এর পুত্র রুবেল কে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।