বাগেরহাট প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো: দেলোয়ার হোসেন, বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব সিরাজুল হক, সাবেক অর্থ সম্পাদক ইয়ামিন আলী, সদস্য আকমল উদ্দিন সাখি প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগেরহাট প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান।