সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণ সভা ও দোয়া 

প্রকাশঃ ২০২৩-০১-১১ - ২১:৩৬

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ আনিছুর রহিম’র মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত স্মরনসভা ও দোয় অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ¦ ডা.আবুল কালাম বাবলা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, প্রয়াত আনিসুর রহিমের ভাই আমেরিকা প্রবাসী আশরাফ রহিম, ডা: আশিকুর রহিম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক দিলিপ কুমার দেব, আনিসুর রহিমের স্ত্রী ড. দিলারা জামান, সাংবাদিক গোলাম সরোয়ার, আমিনুর রশিদ, বরুন ব্যানার্জি, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবিরসহ সাতক্ষীরার বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় প্রেসক্লাবে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যরা, আশাশুনি প্রেসক্লাব, কলারোয়া প্রেসক্লাব, দেবহাটা প্রেসক্লাব, কালিগঞ্জ পেসক্লাব ও শ্যামনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, তালা ও পাটকেলঘাটার সাংবাদিকরা, প্রথম আলো বন্ধু সভার সদস্যরা, দেবহাটা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দেবহাটা রিপোর্টার্স এসোসিয়েশন ও শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ। স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক আনিসুর রহিম ছিলেন একজন আদর্শবান মানুষ। সৎ,সাহসী এবং নির্ভিক। সত্য কথা বলতে ভয় পেতেন না। যারা বর্তমানে সাংবাদিকতা শুরু করেছেন তাদের অবশ্যই আনিসুর রহিমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষাবিদ। বিশেষ করে শিশু শিক্ষাকে এগিয়ে নিতে তিনি আমৃত্যু চেষ্টা চালিয়েছেন। এছাড়া দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করতেন। কোন অহংকার ছিলো না। তিনি সাতক্ষীরার মানুষের জন্য কাজ করতেন। একেবার দরিদ্র ও শ্রমিক শ্রেণির মানুষের সাথে মিশে গিয়ে কাজ করতেন। তাকে হারিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অপূরণীয় ক্ষতি হয়েছে। সাতক্ষীরার মানুষ এই মহান ব্যক্তিটিকে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। আলোচনা সভা শেষে প্রয়াত আনিসুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভা জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাও. সাইফুল ইসলাম।