বিজ্ঞপ্তি : ক্ষুধা-দারিদ্র বিমোচন-কর্মসংস্থান ও স্বপ্লমূল্যে আমিষের যোগানদাতা সম্ভাবনাময় পোল্ট্রি-ডেইরী শিল্পে আবারও অশনিসংকেত দেখা দিয়াছে। বারংবার হোচট খাওয়া খামারী ব্যবসায়ীরা প্রাণপন চেষ্টা করেও টিকতে পারছে না। ক্ষুদ্র-মাঝারি খাত ভিত্তিক এ শিল্প দুইটিতে তাঁদের বিনিয়োগ, রুটি-রুজি আজ হুমকির মূখে পড়লেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ ব্যাপারে কার্যকর ও দীর্ঘস্থায়ী কোন ব্যবস্থা গ্রহণ না করায় পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও মহাসচিব এসএম সোহরাব হোসেন এক যৌথ বিবৃতিতে ক্ষোভ, প্রতিবাদ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলেন, মুরগীর বাচ্চা-পশুখাদ্য ছয় মাস পূর্বে প্রতি কেজি ভুট্টা ২০ টাকার স্থলে বর্তমানে ৪০ টাকা, সয়াবিন খৈল ৩০ টাকার স্থলে ৭০ টাকা রাইস পলিস, প্রোটিন কনসালটেন্ট, ঔষধ, ভ্যাক্সিনের অস্বাভাবিক মূল্য ১০০ থেকে ১৫০% বৃদ্ধিতে উৎপাদন খরচ বহুগুন বাড়লেও বাড়েনি ডিম, মাংস ও দুধের দাম। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারীরা। সুতরাং চাহিদার আলোকে উৎপাদনের ব্যবস্থা করা অতি জরুরী এবং অতিরিক্ত উৎপাদিত ডিম-মাংস-দুধ রপ্তানি এখন সময়ের দাবি। বাজার অন্যান্য বিবৃতিদাতারা হলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, মো: জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, তালুকদার মুজাহিদুল ইসলাম মুকুল, শেখ রেজানূল ইসলাম, মো: তরিকুল ইসলাম, মো: মামুনুর রহমান, মো: আরিফুর রহমান বাবু, এসএম হাফিজুর রহমান লিপু, তালুকদার মো: হেলালুজ্জামান, শাহরিয়া মের্শেদা আহমেদ শম্পা, শেখ আব্দুল হালিম, মো: মোজাম্মেল হক, হারুণ রশীদ শেখ, শাহ জাফর মাহমুদ মেহেতা, মো: সালাউদ্দিন, শ্যামল বিশ্বাস, মো: আব্দুল আহাদ, শেখ নূরুল ইসলাম, শেখ হেমায়েত উদ্দিন, মোল আল-মামুন, আফ্রিদুল ইসলাম বাবু, মো: আনোয়ার হোসেন প্রমুখ।