দাকোপের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের অভিনন্দন
দাকোপ প্রতিনিধিঃ বাঘ ও বন্যপ্রাণী সংরক্ষনে সুন্দরবন সংলগ্ন গ্রাম এলাকায় সাহসী কার্যক্রমের স্বীকৃতি হিসেবে টাইগারটিমখ্যাত ভিটিআরটি ওয়াইল্ড টিমের সদস্যরা বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধু বন্যপ্রানী সংরক্ষন পুরুস্কারে ভূষিত হয়েছেন।
গত ৪ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাকোপসহ সুন্দরবন সংলগ্ন উপকুলিয় অঞ্চলের ওয়াইল্ড টিমের স্বেচ্ছাসেবীদল ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্যদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরুস্কার তুলে দেন। টাইগার টিমের এই সফলতায় দাকোপের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁদেরকে অভিনন্দন জানিয়ে সেবামুলক এই কাজের ধারা অব্যহত রাখতে তাঁদের প্রতি আহবান জানিয়েছেন। এ দিকে টাইগার টিমের এই সফলতা তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। উল্লেখ্য ভিটিআরটি সদস্যরা স্থানীয়ভাবে টাইগারটিম নামে পরিচিত। তাঁরা বাঘ ও সুন্দরবন রক্ষায় স্থানীয় পর্যায়ে নেতৃত্বদানের পাশাপাশি বাঘ ও মানুষের সংঘাতে উভয়ের জন্যই রক্ষাকবচ হিসেবে কাজ করছে। একই সাথে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিতে ভ’মিকা রাখায় বাঘের আবাসস্থল সুন্দরবনে বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষনে বর্তমানে সাধারন মানুষের অংশগ্রহন বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের সুফল লক্ষনীয়। অনুষ্ঠানে ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম তথ্যচিত্র তুলে ধরে বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে ২০০৩ সাল থেকে বেসরকারী সংস্থা ওয়াইল্ডটিম কাজ করে যাচ্ছে। অতীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু বন্যপ্রানী সংরক্ষন পুরুস্কার অর্জন করেছিল। তারই ধারবাহিকতায় সাফাল্যের স্বীকৃতি হিসেবে এই অর্জন। কার্যক্রমকে গতিশীল করতে ২০০৭ সালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অন্তর্গত জয়মনি গ্রামে ভিলেজ টাইগার রেসপন্স টিমের যাত্রা শুরু। পরবর্তীতে সুন্দরবনের ৪ টি রেঞ্জে ৪৯ টি দলে ৩৪০ জন কর্মির মাধ্যমে ৭৬ টি গ্রামে কাজ করে যাচ্ছে। ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই টিমের সদস্যরা ৩ টি বাঘ উর্দ্ধারে বনবিভাগকে সহায়তা, ২১০ টির বেশী বন্যপ্রানী যেমন কুমির, হরিণ, অজগর, বানর, বন্যশুকর, সজারু, বনবিড়াল ও বিভিন্ন প্রজাতির পাখি উর্দ্ধার করে নিরাপদে বনে পাঠাতে সক্ষম হয়েছে।