বাগেরহাটে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০২৩-০১-১৯ - ১৩:২৬

বাগেরহাট অফিস : বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পল্লীমঙ্গল সমিতির খেলার মাঠের পাশের রাস্তা সংস্কার ও একটি ড্রেন নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও বিএনপির তরুন রাজনীতিবিদরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক আলভিনা মেহজাবিন ও সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। এসময় জেলা যুব মহিলা লীগের সভাপতি এড. লুনা সিদ্দিকী, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান পল্টনসহ স্থানীয় রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনকারীরা বলেন, আমরা যে যেকোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতে পারি। কিন্তু দেশ ও মানুষের স্বার্থে আমরা সবাই এক। পল্লীমঙ্গল সমিতির খেলার মাঠের পাশের রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এছাড়া মাঠের পাশে ড্রেন না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এইে কারণে আমরা রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে গন সাক্ষর সংগ্রহ করে কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান পল্টনের কাছে দিয়েছি। তিনি আগামী অর্থ বছরে রাস্তাটি সংস্কার ও ড্রেন নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।