কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার কেশবপুর পাবলিক ময়দানে মাদকদ্রব্য বিরোধী এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে মাসুদ মেমোরিয়াল কলেজ ফুটবল একাদশ ১-০ গোলে কেশবপুর ডিগ্রী কলেজ ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ নাজমূল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক এ.বি.এম আখতারুজ্জামান, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও থানার এস আই আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস, গাজী গোলাম সরোয়ার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির মিন্টু ও নূরুল ইসলাম, সদস্য আব্দুল হালিম অটল, আব্দুল গফুর প্রমুখ। ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম ও খেলা পরিচালনা করেন মাষ্টার আতিয়ার রহমান।