মাগুরায় এমআইডিএস বির্তক উৎসব র‌্যালি

প্রকাশঃ ২০২৩-০১-২১ - ২১:২৯

মাগুরা প্রতিনিধি : ‘মোহনিয় মাগুরা হাসে, যুক্তির উষ্ণ উচ্ছাসে’ স্লোগানকে সামনে রেখে এমআইডিএস বির্তক উৎসবের বনার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুযারি) সকালে নোমানীয় ময়দান মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের ভায়না মোড় ঘুরে আবার ওই মাঠে এসে শেষ হয়। এ বির্তক উৎসবে চার উপজেলা থেকে আশা ৭০০ এর বেশি বির্তক সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলের সভপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও ন্যাশনাল ডিভেঢ ফেডারেশনিরে চেয়ারম্যান একেএম শোয়েব। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মমতাজ বেগম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও এমআইডিএস এর জেলা সম্মনয়ক নাহিদুর রহমান দুর্জয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বির্তক বিষয়ে নানা কর্মশালা।